Creative World BD Is a tips and trick base blog.stay with us.Jony Datta creativeworldbd24

My Youtube Link

Thursday, August 9, 2018

যেভাবে PowerISO দিয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বুটেবল ইউএসবি পেনড্রাইভ বানাবেন।

How to Make a Bootable USB Pendrive.Creative World BD
.
বর্তমানে অনেকেরই বিভিন্ন প্রয়োজনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কম্পিউটারে সেটাপ দিতে হয়। আগের সময়ে আমরা ফ্লপি ডিস্ক, সিডি কিংবা ডিভিডি ডিস্কের মাধ্যমে অপারেটিং সিস্টেম সেটাপ দিতাম। কিন্তু এসব ডিস্ক বহন করা ঝামেলাপূর্ণ। তাই এ যুগে ভরসা হচ্ছে পেনড্রাইভ। আর সেজন্য আমাদের সবারই জানা দরকার যে কিভাবে একটা পেনড্রাইভকে উইন্ডোজের বুটেবল ISO ইমেজ ফাইল বার্ন করে সেটাকে উইন্ডোজ সেটাপের জন্য কাজে লাগানোর যায়। পোস্টে স্ক্রিনশট সহ এই প্রক্রিয়া বিশদভাবে দেখানো হবে।

#যা_যা_প্রয়োজন

►উইন্ডোজ অপারেটিং সিস্টেম (এক্সপি, ভিসতা, সেভেন, এইট অথবা সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০) এর ISO Bootable Image ফাইল। গুগল থেকে খুঁজে যেকোন ওয়েবসাইট থেকে কিংবা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আইএসও ইমেজ ফাইল ডাউনলোড করে নিতে হবে।
একটা খালি পেনড্রাইভ। পেনড্রাইভে কোন ফাইল থেকে থাকলে সরিয়ে পেনড্রাইভ খালি করে ফরমেট করে নিবেন।
PowerISO সফটওয়্যারের ফুল ভার্শন। নিচের লিংকে ক্লিক করে PowerISO ডাউনলোড করে নিন-

► Download Link: https://goo.gl/NVFbkq
►Password: jony

#যেভাবে_করবেন

►প্রথমে PowerISO সফটওয়্যারে প্রবেশ করে Tools অপশন থেকে Create Bootable USB Drive এ ক্লিক করুন।

►একটা ডায়লগবক্স আসবে, OK বোতামে ক্লিক করে দিন


►এবার একটা নতুন উইন্ডো আসবে। Image File অপশনে ফোল্ডার আইকনে ক্লিক করে ব্রাউজ করে যেখানে আপনি উইন্ডোজের বুটেবল আইএসও ফাইল যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে গিয়ে বুটেবল ফাইলটা সিলেক্ট করে নিন। এবার কম্পিউটারে আপনার ফরমেট করা খালি পেনড্রাইভটা লাগান। সংযোগ পাওয়ার পর Destination USB Drive থেকে ব্রাউজ করে আপনার পেনড্রাইভটা সিলেক্ট করে নিন। Write Method এ USB-HDD সিলেক্ট করে নিন। এবার সবকিছু চেক করে Start বোতামে ক্লিক করুন।

►তারপর একটা ডায়লগবক্স আসবে। “OK” ক্লিক করুন।​

►এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন বুটেবল ফাইল পেনড্রাইভে বার্ন করা হচ্ছে।​

►Writing USB Drive Successfully. ডায়লগবক্স আসলেই বুঝে যাবেন আপনার পেনড্রাইভ সফলভাবে বুটেবল উইন্ডোজ পেনড্রাইভ হয়ে গেছে।​
.

1 comment:

  1. Casino near me, Tunica, Mississippi
    Casino. 춘천 출장샵 Address, 08401 Highway 50, Tunica, 남원 출장안마 Mississippi 38664 United States 전주 출장안마 of America. 하남 출장샵 Map 경주 출장안마 of Casino near me, Tunica.

    ReplyDelete